Saturday, August 2, 2025

বিএনপির স্থাপিত বাক্সে জমা পড়ল দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারিত্বের অভিযোগ

আরও পড়ুন

বুধবার (৩০ জুলাই) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বক্সটি আনুষ্ঠানিকভাবে খোলা হয়। সেখানে জমা দেয়া অভিযোগগুলো পড়ে শোনান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

জমা পড়া অভিযোগগুলো হলো- কুষ্টিয়া শহরের বড়বাজার ট্রাক শ্রমিক অফিস থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ। লালন একাডেমির সাপ্তাহিক সেবার নামে দুর্নীতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত একটি সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আবেদন। জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া মাঠে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করে আবেদন। বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে ধোপাপাড়া ও মধ্য মিলপাড়া কলোনীতে চাঁদা দাবির অভিযোগ, যার পেছনে ‘সাজু বাহিনী’ জড়িত বলে উল্লেখ।

আরও পড়ুনঃ  ভিপি জিএস পদে আলোচনায় উমামাসহ ১৫ নাম

অভিযোগ পড়া শেষে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘মানুষ এখন সাহস করে লিখিত অভিযোগ জমা দিচ্ছেন। আমরা প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করব এবং যথাযথ ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘যেসব অভিযোগ আইনি পরিসরে পড়ে, সেগুলোর বিষয়ে আদালত বা আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেবে। আর যেগুলো আমাদের দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলার আওতায় পড়ে, সেগুলোর দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি অভিযোগের বিষয়ে গণমাধ্যমকর্মীদের জানানো হবে।’

আরও পড়ুনঃ  আপনারা পিআর পদ্ধতি বোঝেন না, তাহলে রাজনীতি করতে আসছেন কেন: চরমোনাই পীর

উল্লেখ্য, গত ২১ জুলাই কুষ্টিয়ায় দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ জানতে ও ব্যবস্থা নিতে কুষ্টিয়া প্রেসক্লাবের নিচতলায় ফটকের পাশে অভিযোগ বক্স স্থাপন করে জেলা বিএনপি। বক্সটি স্থাপন করেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। দলটি জানিয়েছে, শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এমন অভিযোগ বক্স বসানোর পরিকল্পনা রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ