Saturday, August 2, 2025

দুদকের নি‌য়োগ সাংবিধা‌নিক কমিটিতে, রা‌জি নয় বিএন‌পি

আরও পড়ুন

সরকারি কর্ম কমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানের অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে বিষয়টিতে নোট অব ডিসেন্ট দেবে বিএনপিসহ পাঁচটি দল ও জোট।

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২৩তম দিনের শুরুতে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য বিষয়গুলো আলাদা আলাদাভাবে উপস্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন।

আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ নিয়োগের জন্য শক্ত আইন করার পক্ষে মত দেন। সংবিধানের নিয়োগ কমিটির বিধান যুক্ত করার বিরোধিতা করেন তিনি।

আরও পড়ুনঃ  বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

পরে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান এ বিষয়গুলোতে বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, এনডিএম ও আমজনতার দল নোট অব ডিসেন্ট দেবে।

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেব প্রতিষ্ঠার সুপারিশ করে জাতীয় ঐকমত্য কমিশন। এদিকে নির্বাচন কমিশন নিয়োগের বিধান সংবিধানে যুক্ত করার বিষয়ে দলগুলোর মধ্যে একমত হয়েছে।

সংবিধান সংস্কার কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) মাধ্যমে সাংবিধানিকসহ কিছু প্রতিষ্ঠানের নিয়োগের প্রস্তাব করে। দলগুলোর আপত্তির মুখে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কমিটির প্রস্তাব করে কমিশন। সেখানেও বিএনপিসহ তার সমমনা দলগুলো আপত্তি তুলে। পরে ইসি, পিএসসি, দুদক, সিএজি ও ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে পৃথক প্রস্তাব দেয় কমিশন। যেখানে বাছাই কমিটির মাধ্যমে নিয়োগের কথা বলা আছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ