Sunday, August 3, 2025

ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়াকে ১০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প

আরও পড়ুন

ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০ দিনের সময় দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে মস্কো যদি আগ্রাসন বন্ধ না করে, তাহলে শাস্তিমূলক শুল্কসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বুধবার (৩০ জুলাই) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্থানীয় সময় মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘যুদ্ধ বন্ধ না হলে আমরা রাশিয়ার ওপর শুল্ক আরোপ করব এবং আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে।’

আরও পড়ুনঃ  কাবায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন করায় হজযাত্রী আটক, নিন্দার ঝড়

তিনি আরও বলেন, ‘রাশিয়ার ওপর এতে আদৌ কোনো প্রভাব পড়বে কি না আমি জানি না, কারণ মনে হচ্ছে তারা যুদ্ধ চালিয়ে যেতে চায়। তারপরও আমরা শুল্কসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেব — সেটা কতটা কার্যকর হয়, দেখা যাবে।’

ট্রাম্প জানান, সোমবার তিনি রাশিয়ার ওপর ‘সেকেন্ডারি ট্যারিফ’-এর হুমকিও দেন, যার আওতায় রাশিয়ার সঙ্গে ব্যবসায় যুক্ত তৃতীয় দেশগুলোর ওপরও শুল্ক আরোপ করা হতে পারে। তিনি জানান, তখন রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের সময় দেওয়া হয়েছিল, যা আগে দেওয়া ৫০ দিনের সময়সীমার তুলনায় অনেক কম।

আরও পড়ুনঃ  গাজায় আরও ৮০ ফিলিস্তিনিকে হত্যা, অনাহারে মৃত্যু ১৪ জন

তবে মঙ্গলবার তিনি সময়সীমা আরও কমিয়ে এনে ৮ আগস্টের মধ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। এর আগে দেওয়া ৫০ দিনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, ‘আমি ভ্লাদিমির পুতিনের ওপর খুবই হতাশ। সে কখনও হঠাৎ কিয়েভের মতো শহরে রকেট হামলা চালায়, যাতে বৃদ্ধাশ্রমে থাকা নিরীহ মানুষ নিহত হন।’

ট্রাম্প বলেন, ‘এখন আমাকে বিষয়টি পুনর্মূল্যায়ন করতে হবে। আমি যে ৫০ দিনের সময় দিয়েছিলাম, তা এখন কমিয়ে আনছি — কারণ আমি ইতোমধ্যেই জানি, রাশিয়া কী করবে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ