Saturday, August 2, 2025

গাজায় সবচেয়ে খারাপ রূপে ছড়িয়ে পড়ছে দুর্ভিক্ষ

আরও পড়ুন

ইসরায়েলের অবরোধে গাজায় ‘দুর্ভিক্ষ সবচেয়ে খারাপ রূপ’ নিয়ে আত্মপ্রকাশ করছে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংস্থা। নতুন তথ্যের ভিত্তিতে পর্যবেক্ষক সংস্থাটি বলছে, তীব্র খাদ্য ঘাটতির কারণে গাজার অধিকাংশ এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এর জেরে সৃষ্টি হয়েছে ব্যাপক পুষ্টিহীনতা। নির্মম সংঘাত, গণবাস্তুচ্যুতি, মানবিক সহায়তার কঠোর সীমিতকরণ, স্বাস্থ্যসেবাসহ সব ধরনের অতি প্রয়োজনীয় ব্যবস্থা ধসে পড়ার কারণে উপত্যকায় সংকট ভয়ানক পর্যায়ে মোড় নিয়েছে।

গতকাল মঙ্গলবার জাতিসংঘের ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন (আইপিসি) নতুন এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। এমন একসময় আইপিসি এ সতর্কতা জারি করল, যখন ক্ষুধার কারণে গাজায় দেড় শতাধিক ফিলিস্তিনির প্রাণ গেছে। এদের অধিকাংশই শিশু।

গত ২ মার্চ থেকে গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েল। মিসর ও জর্ডান সীমান্তে শত শত ত্রাণবাহী ট্রাক অপেক্ষা করলেও তাদের গাজায় যেতে দেওয়া হচ্ছে না। ফিলিস্তিনের শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ মিডল ইস্ট আইকে জানায়, সাড়ে চার মাসেরও বেশি সময় ধরে তাদের মিসর ও জর্ডানে ছয় হাজার ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের জন্য ইসরায়েলের অনুমতির অপেক্ষায় আছে।

আরও পড়ুনঃ  ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের

আইপিসি তাদের প্রতিবেদনে বলছে, ‘জুলাইয়ের প্রথমার্ধে অপুষ্টির হার দ্রুত বেড়েছে। এপ্রিল থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ে তীব্র অপুষ্টির কারণে চিকিৎসা নিতে হাসপাতালে গেছে ২০ হাজারের বেশি শিশু। এদের মধ্যে তিন হাজারের বেশি শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে। হাসপাতালগুলো থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষুধাজনিত মৃত্যুর খবর আসছে। গত ১৭ জুলাই থেকে অনাহারে ১৬ শিশু মারা গেছে।’ এ অবস্থায় আইপিসি অবরোধের অবসান ঘটাতে ও মানবিক সাহায্যের নিরবচ্ছিন্ন প্রবেশ নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

মানুষ না খেয়ে আছে, বলছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার অনেক মানুষ ক্ষুধার্ত। অনাহারে আছে। মানবিক ত্রাণ প্রবেশে ইসরায়েলের আরও ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

স্থানীয় সময় গত সোমবার যুক্তরাজ্য সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। তাঁর এ বক্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈপরীত্য করে। নেতানিয়াহু দাবি করেছিলেন, গাজায় ইসরায়েলই দুর্ভিক্ষ সৃষ্টি করছে– এমন কথা ‘ডাহা মিথ্যা’। সেখানে কেউ অনাহারে নেই।

আরও পড়ুনঃ  ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাক্রোঁ 

একটি সূত্রের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, যুক্তরাজ্য সফরকালে ট্রাম্পকে ব্যক্তিগতভাবে গাজা ইস্যুতে চাপ দিয়েছেন স্টারমার। পরে নেতানিয়াহুর বক্তব্যের সঙ্গে ভিন্নমত দেখিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, সংকটের জন্য ইসরায়েল ‘অনেকাংশে দায়ী’। তিনি বলেন, ‘আমি জানি না। টেলিভিশনে দেখেছি। নিশ্চিত করতে পারছি না। তবে (গাজার) ওই শিশুদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছিল।’

৭০ মিনিটের বৈঠকে দুই নেতা গাজায় ‘মানবিক সংকট’ শব্দটি ব্যবহার করেন। এর জন্য তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেননি। গাজায় যেসব অস্ত্র দিয়ে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, তার সিংহভাগই আসে মিত্র যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে।

নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়াল

গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৬০ হাজার ৩৪ ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৪৫ হাজার ৮৭০ জন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  মিয়ানমারকে চীনের হাতে তুলে দিচ্ছেন ট্রাম্প?

উপত্যকার কিছু অংশে ইসরায়েলের সামরিক বিরতি সত্ত্বেও গতকাল এক দিনে ১১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৩৭ জন। এক টেলিগ্রাম পোস্টে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা এখনও তাদের কাছে পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন।

পরিস্থিতি এ শতাব্দীর আর কিছুর মতোই নয়

বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি বলেছে, গাজায় যে বিপর্যয় ঘনিয়ে আসছে, তা শতাব্দীর আর কোনো ঘটনার মতোই নয়। গত শতাব্দীতে ইথিওপিয়া ও নাইজেরিয়ার বায়াফ্রাতে এ ধরনের ঘটনা ঘটেছে। ডব্লিউএফপির জরুরি বিভাগের পরিচালক রস স্মিথ দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

ইসরায়েলের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা

বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে নেদারল্যান্ডস। তারা দেশটিতে আর প্রবেশ করতে পারবেন না। তাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর অভিযোগ আনা হয়েছে। জবাবে মঙ্গলবার ডাচ রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ