Tuesday, August 5, 2025

ইসলামী আন্দোলনের সমাবেশ: চরমোনাই পীর প্রধান, জামায়াত নেতা বিশেষ অতিথি

আরও পড়ুন

খুলনায় ইসলামী আন্দোলনের গণসমাবেশে যোগ দিয়েছে জামায়াত, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও এনসিপি নেতারা। আজ শনিবার বিকেল ৩টায় নগরীর শিববাড়ি মোড়ের জিয়া হলের পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও ইসলামী সমাজভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দলটির খুলনা মহানগর ও জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

অতীতে খুলনায় ইসলামী আন্দোলনের কোনো কর্মসূচিতে জামায়াতের কাউকে দেখা যায়নি। বরং বেশিরভাগ সমাবেশেই জামায়াতের সমালোচনা করে সংগঠনটির নেতারা বক্তব্য রাখতেন। আজ সমাবেশের মঞ্চে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় ছয় নেতা উপস্থিত ছিলেন। তারা সবাই বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  ‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দল দুটির নেতারা তাদের বক্তব্যে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ একক কর্তৃত্ব কায়েম করতে পারবে না। চাঁদাবাজি-টেন্ডারবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির নির্বাচন ব্যবস্থার বিকল্প নেই। সংস্কার ও আওয়ামী ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচারের পরে হবে জাতীয় নির্বাচন। আর সেটি অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।

আরও পড়ুনঃ  আ.লীগের হামলার আশঙ্কা, বিশেষ অভিযানে নামছে পুলিশ

বক্তারা বলেন, আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি ভোট বাক্স থাকবে। ইসলামী ভাবধারার মানুষের ভোট একবাক্সেই যাবে। যেই লক্ষ্যে আমাদের ঐক্য গড়ে তুলতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ, কেন্দ্রীয় নেতা মাওলানা শোয়াইব হোসেন ও মুফতি মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি আমান উল্লাহ।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান ও সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, এবি (আমার বাংলাদেশ) সদস্যসচিব আকতার হোসেন, গণঅধিকার পরিষদের মহানগর সভাপতি মো. বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. রাশিদুল ইসলাম, এনসিপির সংগঠক আহমেদ হামীম রাহাত।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ