Sunday, August 3, 2025

‘ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করেছে যুবদল নেতা’ দাবি করা জনি আটক

আরও পড়ুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহায়তা করেছেন যুবদলের সেক্রেটারি—ফেসবুক লাইভে এমনটি দাবি করা যুবদলের বহিষ্কৃত নেতা ইস্কান্দার আলী জনিকে (৪২) আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে ঢাকার খিলক্ষেতের দক্ষিণ নামাপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন যশোর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক ভূঁইয়া।
 
জনি ছিলেন যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও আইসিটি আইনে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে সংঘর্ষ: আরেকটি হত্যা মামলা, ১২ মামলায় আসামি ১০১৩৭, গ্রেপ্তার ৩১৪

জনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে দাবি করেন—‘যশোর সেনানিবাসে অবস্থানকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহায়তা করেছিলেন যুবদলের তৎকালীন সাধারণ সম্পাদক আনসারুল হক।’ পরে এই দাবি ঘিরে তোলপাড় শুরু হলে, যশোর জেলা বিএনপি ও যুবদলের নেতারা একে ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন।

যশোর জেলা পুলিশ আরও বলছে, যুবদলের আরেক নেতা কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন জনি। এ ছাড়াও চাঁদাবাজিসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জনিকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুনঃ  বিএনপির ২১ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

আটকের পর জনিকে শনিবার (২৬ জুলাই) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি বলছে, প্রযুক্তির সহায়তায় জনির অবস্থান শনাক্ত করে খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ