Saturday, August 2, 2025

বিদেশে সার্জারির অস্বীকৃতি জানিয়েছেন জামাতের আমির

আরও পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি মেজর ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শে তার জরুরি বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি মেজর ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শে তার জরুরি বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেয়া হলেও, তিনি বিদেশে চিকিৎসা নিতে রাজি হননি। দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখেই দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন প্রবীণ এই রাজনৈতিক নেতা।

বুধবার (৩০ জুলাই) এই তথ্য নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী (পিএস) মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, “দলীয়ভাবে নেতাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চিন্তা ছিল। কিন্তু তিনি নিজেই সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। বলেছেন, দেশের চিকিৎসাব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং এখানেই তিনি চিকিৎসা নিতে চান।”

আরও পড়ুনঃ  নির্বাচনকে ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তার ভুয়া ভিডিওর ঢল

গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশ চলাকালে মঞ্চে বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। সে সময় থেকেই তাকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়।

সবশেষ বুধবার তার এনজিওগ্রাম সম্পন্ন হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। ডা. মমিনুজ্জামানের অধীনে পরিচালিত এই পরীক্ষায় তার হার্টে তিনটি বড় ব্লক পাওয়া যায়। এনজিওপ্লাস্টির পরিবর্তে বাইপাস সার্জারিই শ্রেয় বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট কার্ডিওলজিস্টরা।

তার এই সিদ্ধান্তকে অনেকেই নেতৃত্বের দৃষ্টান্ত হিসেবে দেখছেন। যেখানে দেশের রাজনীতিকদের অনেকেই সামান্য চিকিৎসার জন্যও বিদেশ পাড়ি জমান, সেখানে ডা. শফিকুর রহমান দেশেই চিকিৎসা নিতে সম্মত হয়েছেন—এটি জনগণের আস্থার প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বিএনপি নেতার আঙুল কেটে নিয়ে দুর্বৃত্তদের দৌড়

এদিকে জামায়াত আমির তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ